আইন-আদালত

খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলা : প্রতিবেদন দাখিল ১৯ সেপ্টেম্বর

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিহত হওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন নতুন এ দিন ধার্য করেন।

১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে এক যুবক বিস্ফোরক নিয়ে র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

ওই ঘটনায় খিলগাঁও থানায় র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন

Advertisement

জেএ/এআরএস/এমএস