যশোরের ঝিকরগাছা উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার হাড়িখালি কুটির বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ কর্মীর নাম ওমর আলী (৫৫)। দলীয় কর্মীরাই তাকে হত্যা করেছে বলে তার পরিবারের অভিযোগ।
Advertisement
নিহত ওমর আলীর ছেলে মিন্টু মোড়ল জানান, রোববার রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ কর্মী লিটন, রিপন, আশা, ওহাব, মন্টুসহ কয়েকজন তার বাবাকে রামদায়ের উল্টো পাশ দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তার বাবা গুরুরতর জখম হন। ওমরের চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা কয়েকটি বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করেন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
ছেলে মিন্টু মোড়লের অভিযোগ, লিটনের নেতৃত্বে হামলাকরীরা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। এর প্রতিবাদ করায় তার বাবাকে হত্যা করা হয়েছে, যারা হত্যাকণ্ডে জড়িত তারা সবাই আওয়ামী লীগের কর্মী।
Advertisement
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওমর আলীর মৃত্যু হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাসুদ করিম জানান, ওমর আলীকে কারা, কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মিলন রহমান/জেডএ/জেআইএম
Advertisement