প্রবাস

সৌদি আরবে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

Advertisement

নিহত ব্যক্তি হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে হোসাইন মোহাম্মদ আলমগীর।

জানা গেছে, পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গত এক বছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলি হয়।

সৌদি নিরাপত্তা কর্মীরা প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তারপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইতোপূর্বে সেখানে প্রায় ৬-৮ জন বিদেশি নিহত হয়েছেন।

Advertisement

গত সপ্তাহে সৌদি সরকার কর্তৃক ওই এলাকার আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, শুধুমাত্র কাতিফ জেলখানা এবং নর্থ কাতিফ (শিমালুল কাতিফ) থানার পার্শ্ববর্তী রাস্তা ব্যবহার করতে। ওই এলাকা থেকে বের হয়ে যেতে ইচ্ছুকদের পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকেল ৪টার পূর্বে নির্দিষ্ট রাস্তা (জেলখানার পাশেরটা) ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনশ্রুতি আছে, ওই এলাকায় ইতোপূর্বে জঙ্গিরা হত্যাকর্ম সম্পাদন করে গোপনে মরদেহ পুতে ফেলত। এছাড়াও জঙ্গিদের হাতিয়ারের মজুদও ওই এলাকায় আছে। যার কারণে এক বছর আগে থেকেই সৌদি সরকার সবাইকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে ওই এলাকা ছাড়তে আদেশ দিয়েছিল।

বিএ

Advertisement