বিনোদন

কলকাতার ছবিতে এবার বাংলাদেশের শম্পা

কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সুপারহিরো সুপারহিরোইন খ্যাত অভিনেত্রী শম্পা হাসনাইন। ছবিতে শম্পার নায়ক হবেন কলকাতার মহানায়ক উত্তমকুমারের নাতজামাই ভাস্কর চ্যাটার্জি।

Advertisement

ছবিটির নাম ‘চিরদিনের এক অন্য প্রেমের গল্প’। ছবিটি পরিচালনা করবেন সেখানকার নির্মাতা রঞ্জন চৌধুরী। আর একক ছবিটি প্রযোজনা করছে এসআর এন্টারটেইনমেন্ট। জাগো নিউজকে এসব তথ্য জানান শম্পা।

শম্পা বলেন, ‘কিছুদিন আগে কলকাতা থেকে এ ছবির চিত্রনাট্যকার অম্লান মজুমদার আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তারপর বিস্তারিত আলাপ শেষে গেল সপ্তাহে কলকাতা গিয়ে চুক্তিবদ্ধ হই।’

তিনি বলেন, ‘ছবিতে হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করব। যার প্রেম হবে একটি মুসলিম ছেলের সঙ্গে। আমাকে দেখা যাবে চঞ্চল প্রকৃতির একটি মেয়ের চরিত্রে। যে খুবই স্পষ্টবাদী।’

Advertisement

শম্পা আরও বলেন, ‘প্রথমবার কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ভাবতেই অন্যরকম লাগছে। নিজের সেরাটা দিয়ে অভিনয়ের চেষ্টা করব।’

আগামী ১৭ আগস্ট থেকে কলকাতার শান্তি নিকেতনে ছবির শুটিং শুরু হবে বলে জানান শম্পা। ‘চিরদিনের এক প্রেমের গল্প’ ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন অম্লান মজুমদার।

শম্পা-ভাস্বর ছাড়াও এতে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, শিলা মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়েলিটি শো সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সবার নজর কাড়েন শম্পা। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত কয়েকটি ছবি হচ্ছে মাটির পিঞ্জিরা, আই লাভ ইউ প্রিয়া, মনের মধ্যে লেখা।

Advertisement

এনই/এএইচ/আরআইপি