জাতীয়

বিশ্ব বাঘ দিবস আজ

‘বাঘ আমাদের গর্ব, আমরাই বাঘ রক্ষা করব’ স্লোগান সামনে রেখে আজ ২৯ জুলাই শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব বাঘ দিবস ২০১৭’। ২০১০ সাল থেকে প্রতিবছর এই দিন বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Advertisement

আজ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশ বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় প্রতি বছর এ দিনটি পালিত হয়।

দিবসটির প্রধান উদ্দেশ্য বাঘ সংরক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং বাঘ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা।

উল্লেখ্য, ২০০৪ সালে পায়ের ছাপ পদ্ধতির জরিপে সুন্দরবনে ৪৪০টি বাঘ পাওয়া গেলেও গত বছরের ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির জরিপে বাঘের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১০৬টিতে।দিনে দিনে বাঘের সংখ্যা কমছে। বাঘ হত্যা বন্ধ এবং বন ও জলদস্যু দমনে সরকার টাস্কফোর্স ও ক্রাইম কন্ট্রোল ইউনিট গঠন করলেও বাঘ হত্যা বন্ধ করা যাচ্ছে না।

Advertisement

এআরএস/জেআইএম