পরীক্ষার রুটিন ও সেশন জট নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচার ও ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
Advertisement
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র ক্রমেই স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রকৃষ্ট চিত্র উন্মোচিত হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার মাধ্যমে। নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার সিদ্ধান্ত নেয়ার ফলে পরীক্ষা গ্রহণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় যে সমস্ত ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তা স্পষ্টতই শাসক গোষ্ঠী ও প্রশাসনের ব্যর্থতা।
এতে আরো বলা হয়, ব্যর্থতার দায় স্বীকার না করে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা শাসক গোষ্ঠীর নির্লজ্জ ক্ষমতার মোহে অন্ধ হয়ে থাকার প্রমাণ। একজন শিক্ষার্থীর দুটি চোখ নষ্ট হয়ে গেছে পুলিশের হামলায়। এই হামলার দায় ভার সম্পূর্ণভাবেই সরকারকে নিতে হবে। সংগঠনটি অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি করে।
বিবৃতিতে বলা হয়, হামলাকারী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একই সঙ্গে পুলিশি হামলায় অন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থী সিদ্দিকুরের চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অন্যথায় আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে সকল স্বৈরতান্ত্রিক নিপীড়ন নির্যাতনের বিচার করতে বাধ্য করা হবে।
Advertisement
এমএইচ/ওআর/জেআইএম