কলকাতাসহ ভারতের দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় শনিবার রাত থেকে চলছে বৃষ্টিপাত। কোথাও ভারি কোথাও মাঝারি বৃষ্টিতে ব্যহত হচ্ছে জনজীবন।
Advertisement
এদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে কুয়ে ও শাল নদীর পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য প্রশাসনের সদর কার্যালয় নবান্নে।
গতকাল রাত থেকে চলা বৃষ্টিতে স্ট্র্যান্ড রোড, এমজি রোড, সি আর এভিনিউ, এস এন ব্যানার্জী রোড, এজেসি বোস সহ বেশ কয়েকটি জায়গায় জমেছে পানি।
ফলে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।
Advertisement
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।
এনএফ/এমএস