ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মাহবুব-উল-আলম।
Advertisement
বুধবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মাহবুব-উল-আলম এর আগে ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং-এ দায়িত্ব পালন করেন।
মাহবুব-উল-আলম ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের সর্ববৃহৎ অপারেশন ইউনিট লোকাল অফিসসহ বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে বিগত ৩৩ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
Advertisement
তিনি প্যারিস ভিত্তিক আইসিসি’র এফআইটি গ্র্যাজুয়েট এবং আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাক্টিস কমিটির সদস্য। বিআইবিএম, বিবিটিএ ও বিএবিসহ পেশাগত বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এসআই/জেএইচ/পিআর