অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের নতুন নতুন বিষয়ে আপডেট থাকার পরামর্শ

সরকারি কর্মকর্তাদের সবসময় নতুন নতুন বিষয়ে আপডেট থাকার পরামর্শ দিয়েছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ও আইপিএফ গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন।

Advertisement

এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করে তা নিবিড়ভাবে জনসেবায় সম্পৃক্ত করার আহ্বানও জানান।

রোববার আইপিএফ কার্যালয়ে ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স বাংলাদেশ (আইপিএফ) পরিচালিত ১৭তম ‘ফিসক্যাল ইকোনমিক্স অ্যান্ড ইকোনমিক ম্যানেজমেন্ট (ফিম) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আইপিএফের মহাপরিচালক এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মইনুল ইসলাম, শাহাবুদ্দীন আহমদ প্রমুখ।

Advertisement

আইপিএফ পরিচালিত আড়াই মাস ব্যাপী ১৭তম ফিম কোর্সে বিভিন্ন মন্ত্রণালয়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

কোর্সটিতে সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা, সামষ্টিক অর্থনীতি, আর্থিক কাঠামো সংস্কার, বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় এবং রাষ্ট্রে উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্যসমূহ অর্জন সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়ের ওপর প্রশিক্ষণার্থীদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন সকারের উচ্চপদস্থ কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ অতিথি প্রশিক্ষকরা প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন।

এমইউএইচ/এনএফ/জেআইএম

Advertisement