জাতীয়

‌কিছুই খে‌তে পার‌ছেন না অা‌নোয়ারা

ই‌তোম‌ধ্যে ৬টি বি‌ভিন্ন ধর‌নের পরীক্ষা-নিরীক্ষা হ‌য়ে‌ছে অা‌নোয়ারার (৩০)। অাগামী শ‌নিবার এক ব্যাগ রক্ত দেয়া হ‌বে। সবকিছু ঠিক থাক‌লে অাগামী রোববার তার অপা‌রেশ‌ন করা‌নোর দিনক্ষণ ঠিক করা হ‌য়ে‌ছে।

Advertisement

অা‌নোয়ারা বর্তমা‌নে মিরপুর ১৪ তে অব‌স্থিত ঢাকা ডেন্টাল কলেজের ডিপার্টমেন্ট অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ৭ তলার মহিলা ওয়ার্ডের ১৬নং বে‌ডে চি‌কিৎসাধীন।

গত ৬ জুলাই তা‌কে এ হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন সিরাজগ‌ঞ্জের শাহজাদপুর উপ‌জেলার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌ম ব্যবহার ক‌রে অন্যতম মানব‌সেবী মামুন বিশ্বাস।

দীর্ঘ‌দিন ধ‌রে মু‌খের ম‌ধ্যে বিশাল অাকৃ‌তির টিউমা‌রের ম‌তো দেখ‌তে অদ্ভুদ এক রো‌গে অাক্রান্ত ‌সিরাজগ‌ঞ্জের শাহজাদপুর উপ‌জেলার পু‌ঠিয়া প‌শ্চিমপাড়া গ্রা‌মের অা‌নোয়ার হো‌সে‌নের মে‌য়ে অা‌নোয়ারা।

Advertisement

এ রো‌গের কার‌ণে বেশ কিছু‌দিন ধ‌রে কিছুই খে‌তে পার‌ছি‌লেন না অা‌নোয়ারা। অন্য‌দি‌কে তার রোগ দে‌খে স্বামীও তাকে তালাক দি‌য়ে বাবার বা‌ড়ি পা‌ঠি‌য়ে দি‌য়ে‌ছে। বাবার সংসা‌রে অভাব অনট‌নে সংসার চালা‌লেও চি‌কিৎসা বন্ধ হ‌য়ে যায় অা‌নোয়ার।

অা‌নোয়ারার এই ক‌ষ্টের বিষয়‌টি জান‌তে পার‌বেন মানব‌সেবী মামুন বিশ্বাস। এরপর তি‌নি অা‌নোয়ারার কিছু ছ‌বিসহ চি‌কিৎসার সাহায্য চে‌য়ে নি‌জের ফেসবুক ওয়া‌লে এক‌টি পোস্ট দেন। তার এই মান‌বিক পোস্ট দে‌খে দেশ-বি‌দেশ থে‌কে অ‌নে‌কেই সাহায্য পাঠা‌নো শুরু ক‌রেন। ইতোম‌ধ্যে ৫৪ হাজার টাকাও সহ‌যো‌গিতা পাওয়া গে‌ছে।

এ‌দি‌কে মামুন বিশ্বা‌সের ফেসবু‌কে মান‌বিক পোস্ট দে‌খে স্বাস্থ্য স‌চি‌বের একান্ত স‌চিব শামীম অাহ‌মেদ অা‌নোয়ারার চি‌কিৎসার ব্যাপা‌রে সহ‌যো‌গিতার অাশ্বাস দেন। এরপর সিরাজগঞ্জ সি‌ভিল সার্জ‌নের সহ‌যো‌গিতায় গত ৬ জুলাই অা‌নোয়ারা‌কে মিরপুর ডেন্টাল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এ ব্যাপা‌রে মানব‌সেবী মামুন বিশ্বাস ব‌লেন, সবকিছু ঠিক থাক‌লে অাগামী রোববার অা‌নোয়ারার অপা‌রেশন হ‌বে। ইনশাআল্লাহ সুস্থ হ‌য়ে যা‌বে অা‌নোয়ারা।

Advertisement

এ ব্যাপা‌রে স্বাস্থ্য স‌চি‌বের একান্ত সচিব শামীম অাহ‌মেদ জানান, অা‌নোয়ারার ব্যাপা‌রে হাসপাতাল কর্তৃপক্ষ‌কে সর্বাত্মক সহ‌যো‌গিতার কথা বলা হ‌য়ে‌ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অা‌নোয়ারার বিষয়‌টি‌কে অ‌তি গুরুত্ব দি‌য়ে দেখ‌ছে।

এমএএস/বিএ