জাতীয়

সুব্রত সেনগুপ্তের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক

একাত্তরের কণ্ঠযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার সুব্রত সেনগুপ্তের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।

Advertisement

মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুব্রত সেনগুপ্ত। তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। প্রোস্টেট ক্যানসারসহ স্পাইনাল কর্ড, বক্ষ, নিউরো, ইউরোলজি সমস্যাসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই সুব্রত সেনগুপ্ত শয্যাশায়ী। এরপর বিভিন্ন দফায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানা গেছে।

এমইউএইচ/এমআরএম/এমএস

Advertisement