ইরাকের মসুল শহরে শেষ খেলা খেলতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ২০১৪ সালে ইরাকের এই শহরটি নিজেদের দখলে নিয়ে অরাজকতা শুরু করেছিল জঙ্গিরা। কিন্তু অচিরেই পতনের মুখে পড়তে হচ্ছে তাদের। খবর বিবিসির।
Advertisement
ব্রিটেনের প্রতিরক্ষা সচিব স্যার মাইকেল ফেলন বলেছেন, ইরাকি শহরে শেষ খেলা খেলছে আইএস। তিনি আরো জানিয়েছেন, মসুলকে মুক্ত করতে ইরাকি বাহিনীর সহায়তায় ৭শ টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে আরএএফ।
ফেলন আরো বলেছেন, সিরিয়ার শক্তিশালী ঘাঁটি রাক্কাও হারানোর পথে আইএস। যে কোনো সময়ই রাক্কা থেকে বিতাড়িত হবে জঙ্গিরা।
ন্যাটোর একটি বৈঠক শুরুর আগে এসব কথা জানিয়েছেন ফেলন। আরো ৮৫ ব্রিটিশ সেনার প্রশিক্ষণের জন্য আফগানিস্তানে পাঠানোর বিষয়টি ওই বৈঠকে নিশ্চিত করবেন এই প্রতিরক্ষা সচিব।
Advertisement
ইতোমধ্যেই ইরাকে রয়েছে প্রায় ৫শ ব্রিটিশ সেনা। গত কয়েক মাসে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মার্কিন জোট। ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালাতে এবার কাজ করছে আরএএফ।
রাক্কায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সহায়তায় ৬৯টি টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাজ্য।
টিটিএন/পিআর
Advertisement