খেলাধুলা

লঙ্কান দল থেকে বাদ পড়তে পারেন মালিঙ্গা

সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। আগামী ৩০ জুন গলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সিরিজটি সামনে রেখে প্রস্তুত হচ্ছে লঙ্কানরা। প্রথম দুই ওয়ানডের জন্য দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এএলসি)।

Advertisement

সেই স্কোয়াডে আছেন লাসিথ মালিঙ্গা। তবে লঙ্কান দল থেকে বাদ পড়তে পারেন তিনি। কারণ তার বিরুদ্ধে তদন্ত চলছে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারার বানর বলে বিপাকে পড়েছেন তিনি। তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন। বাদ পড়তে পারেন দল থেকেও। মালিঙ্গা দোষী প্রমাণিত হলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন সুরাঙ্গা লাকমাল।

গত চ্যাম্পিয়নস ট্রফিতে তেমন ভালো করতে পারেননি শ্রীলঙ্কা। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। আর তাতে ক্রিকেটারদের কড়া সমালোচনায় মেতে ওঠেন দেশটির ক্রীড়ামন্ত্রী। মন্ত্রীর দাবি, বেশির ভাগ শ্রীলঙ্কান ক্রিকেটারের শরীরে ২৫ শতাংশের বেশি মেদ। যার লক্ষ্যবস্তু ছিলেন মালিঙ্গা। কড়া ভাষায় জবাব দিতে গিয়েই মন্ত্রীকে বানর বলে ফেলেন লঙ্কান এই তারকা পেসার। যা নিয়ে শ্রীলঙ্কায় তোলপাড় সৃষ্টি হয়।

শ্রীলঙ্কার স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, উপুল থারাঙ্গা, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা,ওয়ানিদু হাসারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, দুশমান্থা চামিরা ও লাহিরু মাদুশানকা।

Advertisement

এনইউ/এমএস