চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। ছিলেন দর্শকের ভূমিকায়। টিম কম্বিনেশনের কারণেই হয়তো একাদশে জায়গা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফিরে আবারও নিজেকে প্রমাণ করলেন আজিঙ্কা রাহানে।
Advertisement
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬২ রান করেন রাহানে। বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হলো আরও চওড়া। খেলেছেন ১০৩ রানের ঝলমলে এক ইনিংস। তার ১০৪ ইনিংসটি সমৃদ্ধ ১০টি চার ও দুটি ছক্কায়।
দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রাহানে। নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে ছিলেন তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাইনি। তাই (রান পেতে) ক্ষুধার্ত ছিলাম। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করতে পারাটা দারুণ। দুর্দান্ত ফর্মে আছে সে। আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল। তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৩০ জুন।
Advertisement
এনইউ/পিআর