স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ বছর আগের পুলিশ আর এখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের পুলিশ এক নয়। ১০ বছর আগের পুলিশ ছিল আতঙ্কের নাম। আজ পুলিশ আশ্রয়ের নাম।
Advertisement
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জীবন বাজি রেখে জঙ্গি দমনে একের পর এক সফলতা দেখিয়েছে। আমরা জঙ্গি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ কাজ করছে। শুধু বাংলাদেশে নয়, শান্তি মিশনেও বাংলাদেশের পুলিশ সুনাম অর্জন করছে। মহিলা পুলিশরাও ভাল কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশের অনেক সমস্যা ছিল। আমাদের প্রধানমন্ত্রী ধীরে ধীরে সমস্যা দূর করে দিয়েছেন। থানার অবস্থা খুবই খারাপ ছিল। সেই দৃশ্য এখন আর নেই। আমি এক এক করে থানা নির্মাণ করছি। আমরাই পুলিশের নতুন নতুন ইউনিট তৈরি করছি। বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করছি।
Advertisement
এইচএস/এমআরএম/এমএস