সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি একটি ড্রোনে গুলি চালিয়ে ভূ-পাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি ওই ড্রোনটি সিরীয় সরকারি বাহিনী পরিচালনা করতো।
Advertisement
মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ইরানি ওই ড্রোনে গুলি চালায় মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিনাঞ্চলের উত্তর-পূর্বের তানফ শহরে ড্রোনটি ভূপাতিত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ড্রোনটি সশস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর জন্য এটি হুমকি হিসেবে ছিল।
তানফ শহরটি ইরাক এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। মার্কিন সামরিক বাহিনীর এই দাবি যদি সত্যি হয় তাহলে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনা এটি। এর আগে রোববার সন্ধ্যায়সিরিয়ার একটি যুদ্ধবিমানে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়।
Advertisement
সূত্র : বিবিসি।
এসআইএস/এমএস