আন্তর্জাতিক

খোলা জায়গায় মলত্যাগের ছবি তুলতে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়েছিলেন কয়েকজন নারী। ওই নারীদের ছবি তোলার চেষ্টা করেন পৌর-কাউন্সিলের কর্মচারীরা। এ সময় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি এগিয়ে এসে পৌর-কর্মচারীদেরকে ছবি তুলতে বাধা দেন। ক্ষুব্ধ কর্মচারীরা ছবি তুলতে না পেয়ে পিটিয়ে হত্যা করেছেন ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ভারতের রাজস্থান প্রদেশের প্রতাপগর প্রদেশে।

Advertisement

এনডিটিভি বলছে, এ ঘটনার পর অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে প্রাথমিক অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তিকে কিল, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন পৌর কর্মচারীরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওই ব্যক্তি।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে প্রতাপগরের বাগওয়াসা কচি বস্তি এলাকায় এ ঘটনা ঘটেছে; যখন বেশ কয়েকজন নারী খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়েছিলেন।

Advertisement

প্রতাগরের পৌর কর্মকর্তা-কর্মচারীরা ওইদিন কচি বস্তি এলাকা পরিদর্শনে যান। এসময় তারা স্থানীয় নারীদেরকে খোলা জায়গায় মলত্যাগ করতে দেখেন। পরে তারা নারীদের ছবি তোলার চেষ্টা করেন। এতে জাফর খান নামের ওই ব্যক্তি ছবি তুলতে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে পৌর-কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠুরভাবে পিটিয়ে আহত করে খান। জাফর খানের ভাই নুর মোহাম্মদ থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছেন।

এসআইএস/জেআইএম

Advertisement