আন্তর্জাতিক

রুশ বিমান হামলায় আইএস প্রধান বাগদাদী নিহত!

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদী নিহত হয়েছেন কিনা সেবিষয়ে জানতে তদন্ত শুরু করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Advertisement

রুশ এই মন্ত্রণালয় বলছে, সম্ভবত গত ২৮ মে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় আবু বকর আল-বাগদাদী মারা গেছেন।

মস্কোর ওই বিমান হামলার লক্ষ্য ছিল সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাক্কায়; যেখানে আইএসের সামরিক পরিষদের বৈঠক চলছিল।

অতীতেও বেশ কয়েকবার আইএসের প্রধান বাগদাদীর মৃত্যুর খবর গণমাধ্যমে এসেছিল। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ২০১৬ সালের শুরুর দিকে ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ মার্কিন নেতৃত্বাধীন জোট নেয়ার চেষ্টায় সামরিক অভিযান শুরু করে। সেই সময় আইএসের এই প্রধান মসুলেই ছিলেন বলে ধারণা করা হয়।

Advertisement

সূত্র : বিবিসি।

এসআইএস/এমএস