আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছে। ওই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম কাবুলের একটি শিয়া মসজিদে ওই হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কমপক্ষে দুই হামলাকারী নিহত হয়েছে।
Advertisement
পবিত্র রমজানে এ ধরনের হামলা চালানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এক টুইট বার্তায় জানিয়েছেন, পশ্চিম কাবুলের আল জাহরা মসজিদে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেছেন, মসজিদের গেইটে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা না করলে হতাহতের সংখ্যা আরো বাড়ত।
নামাজ কক্ষের পাশে রান্নাঘরের ভেতরে এক হামলাকারী নিজেকে বোমা মেরে উড়িয়ে দেন। পরে নিরাপত্তারক্ষী এবং নামাজরত মুসল্লিরাও হামলাকারীদের ওপর চড়াও হয়।
Advertisement
আল জাহরা মসজিদে নির্মাণে অবদান রাখা ব্যবসায়ী হাজী রামাযা ওই হামলায় নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
টিটিএন/এমএস