চীনের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেন স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে অর্ধ-শতাধিক। বুধবার দেশটির পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
Advertisement
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, অনেকেই রক্তাক্ত ও অজ্ঞান হয়ে পড়ে আছেন। জিয়াংশু প্রদেশের ফেংজিয়ান কাউন্টি সরকার বলছে, কিন্ডারগার্টেনের কাছের ওই বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিস্ফোরণের মানুষের কাপড় ছিড়ে গেছে। একজন নারী তার বাচ্চাকে জড়িয়ে কাঁদছেন।
সিনহুয়া নিউজ অ্যাজেন্সি বলছে, বুধবার সকালের দিকে স্কুলের প্রবেশ পথে ওই বিস্ফোরণ ঘটেছে। স্কুল থেকে বাচ্চারা বের হওয়ার পরপরই ওই বিস্ফোরণ হয়।
Advertisement
ফেংজিয়ান কাউন্টি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
জুঝুও সিটি সরকার বলছে, কমপক্ষে ৭ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছেন।
এসআইএস/জেআইএম
Advertisement