মালয়েশিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে-এ হত্যাকাণ্ডে নিহতের দুই রুমমেট জড়িত।
Advertisement
মালয়েশিয়ার স্থানীয় পত্রিকার খবরে এ তথ্য জানা গেছে। অভিযুক্তরা হচ্ছেন- মো. জুলফিকার (৩৭) এবং মো. নূর(৫০)।
এর মধ্যে জুলফিকার স্থানী ফ্রোজেন ফুড শপের সহকারী ও নূর কারখানার শ্রমিক হিসেবে কর্মরত। এর আগে গত মঙ্গলবার দেশটির সানগাই পেতানির কামপুং পেংকালন লেবাই মানের একটি বাসা থেকে ওই শ্রমিকের ৬ টুকরো মরদেহ উদ্ধার করা হয়।
সানগাই পেতানি প্রদেশের সিআইডি প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিয়র ফারিদালাত্রাশ ওয়াহিদ বলেন, ময়নাতদন্তে নিহত মফন উদ্দিনের (৩৮) ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
Advertisement
‘ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ টুকরো করে কিচেন কেবিনেট দিয়ে ঢেকে পালিয়ে যায়।’ পুলিশ জানায়, নিহত ব্যক্তির ৩১ বছর বয়সী বান্ধবী থানায় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এ ৬ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ কর্মকর্তা ওয়াহিত বলেন, ঘটনার পর থেকেই নিহতের দুই রুমমেট নূর ও জলফিকার পলাতক। তাদের ধরতে পুলিশের অভিযোন চলছে।
এমএমএ/পিআর
Advertisement