রেকর্ড ডেটের কারণে বুধবার (৭ জুন) শেয়ারবাজারে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ থাকবে। মঙ্গলবার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
এর আগে গত ২৭ এপ্রিল বীমা খাতের এ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সমাপ্ত বছরে এ বীমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ২৫ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ৩ টাকা ৪২ পয়সা।
জানা গেছে, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সুপরিশ করা লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। স্পেক্ট্রা কনভেনশন হলে ওইদিন সকাল ১১টায় এ এজিএম শুরু হবে।
Advertisement
এমএএস/আরএস/জেআইএম