ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
Advertisement
সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ৩ দশমিক ২ মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল হরিয়ানার রোহতক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।
টিটিএন/এমএস
Advertisement