তথ্যপ্রযুক্তি

উবারের ড্রাইভার কমপ্লিমেন্টস ফিচার চালু

ঢাকায় ড্রাইভার কমপ্লিমেন্টস ফিচার চালু করেছে উবার। বৃহস্পতিবার ফিচারটি উন্মুক্ত করেছে উবার।

Advertisement

এর মাধ্যমে যাত্রীদের উবার চালকদের উৎসাহিত করার সুযোগ বাড়াল এবং চালকদের ভালো ব্যবহারকে স্বীকৃতি দিয়ে তাদের উৎসাহিত করে পরস্পরে সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন বলে জানায় উবার কর্তৃপক্ষ।

উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার সেন্ট্রাল অপারেশন প্রধান প্রদীপ পরমেশ্বরন বলেন, ঢাকায় ড্রাইভার কমপ্লিমেন্টস যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের চালক অংশীদাররা প্রতিদিন লক্ষ লক্ষ নিরাপদ ভ্রমণ নিশ্চিত করেন এবং কখনো কখনো তাদের দায়িত্বের বাইরেও ভূমিকা রাখেন।

তিনি বলেন, আমরা চাই যাত্রীরা যেন তাদের কিছুটা সময় চালকদের ভালো কাজের মূল্যায়নে দেন। এতে চালক আরও ভালো করতে উৎসাহিত হবেন।

Advertisement

যখন একজন যাত্রী কমপ্লিমেন্টস দেবেন তখন চালক অ্যাপসে নোটিফিকেশন দেখে মেসেজ ও কমপ্লিমেন্টস ব্যাজ যা তিনি সংগ্রহ করেছেন তা দেখতে পাবেন।

আরএম/এমআরএম/পিআর