অর্থনীতি

বাজেটের অর্থ আসবে যেভাবে

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ স্লোগানে ২০১৭-১৮ অর্থবছরের জন্যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Advertisement

অর্থমন্ত্রী হিসেবে এটি মুহিতের একাদশ বাজেট। আর বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে টানা নবম বাজেট।

এর আগে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দু’বার বাজেট পেশ করেছিলেন এমএ মুহিত।

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি।

Advertisement

আর চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা থেকে ৮৪ হাজার কোটি টাকা বেশি।

নতুন অর্থবছরের বাজেটের অর্থ সংগ্রহের মূল উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রিত কর। এ খাত থেকে অর্থ আসবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা, যা বাজেট আকারের ৬২ শতাংশ।বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এনবিআর বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে।

এর মধ্যে অভ্যান্তরীণ ঋণের মাধ্যমে আসেবে ১৫ দশমিক ১ শতাংশ, বৈদেশিক ঋণ থেকে আসবে ১১ দশমিক ৬০ শতাংশ, বৈদেশিক অনুদান ১ দশমিক ৪০ শতাংশ, এনবিআর বহির্ভূত কর ২ দশমিক ১০ শতাংশ এবং কর ব্যতীত প্রাপ্তি ৭ দশমিক ৮০ শতাংশ।

এমএএস/এমএমএ/জেআইএম

Advertisement