জাতীয়

সাগরে সংকেত বাড়িয়ে ৪

ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ‘দুই’ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ‘চার’ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Advertisement

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জাগো নিউজকে ‘চার’ নম্বর হুঁশিয়ারি সংকেতের বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনেও ‘চার’ নম্বর হুঁশিয়ারি সংকেতের বিষয়টি উল্লেখ রয়েছে।

এটি আরও ঘণীভূত হয়ে মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

Advertisement

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এমএসএস/এনএফ/এমএস