খেলাধুলা

‘ক্লাবগুলোর দাবি সময়োপযোগী ও যুক্তিযুক্ত নয়’

পূর্বের পাওনা এবং নতুন কিছু দাবি-দাওয়া নিয়ে একাট্টা হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আলটিমেটাম দিয়েছিল প্রিমিয়ার লিগের ৮ ক্লাব। ৩০ মে`র মধ্যে পাওনা পরিশোধ ও নতুন দাবি পূরণের নিশ্চয়তা না দিলে লিগ বর্জনের হুমকিও দিয়েছিল মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বিজেএমসি, আরামবাগ ও সাইফ স্পোর্টিং ক্লাব।

Advertisement

ক্লাবগুলোর নতুন দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল প্রিমিয়ার লিগের অংশগ্রহণ ফি ৫০ লাখ টাকা করা। ক্লাবগুলোর আলটিমেটামের তিন দিনের মাথায় শনিবার জরুরী সভায় বসেছিল বাফুফে। সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন,‘ক্লাবগুলোর দাবি সময়োপযোগী ও যুক্তিযুক্ত নয়। তারপরও আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়েই জরুরী সভা করে কিছু সিদ্ধান্ত নিয়েছি।’

কি বাফুফের জরুরী সভার সিদ্ধান্ত? ‘প্রিমিয়ার লিগের বড় একটা অংশ সভা করে আমাদের কাছে কিছু দাবি-দাওয়া করেছে। তার প্রেক্ষিতেই আমরা জরুরী সভায় বসেছিলাম। ক্লাবগুলো আগের পাওনা চেয়েছে। আমরা দিয়ে দিবো। আগামীলিগের আগে পৃষ্ঠপোষক থেকে যে টাকা পাওয়া যাবে তার সিংহভাগ ক্লাবগুলোকে দিয়ে দেয়া হবে। আমাদের প্রত্যাশা নির্ধারিত ১২ জুনই শুরু হবে প্রিমিয়ার লিগ’-জবাব আবদুস সালাম মুর্শেদীর।

ক্লাবগুলোর দাবিগুলোকে সময়োপযোগী ও যুক্তিযুক্ত কেন নয় সে ব্যাখ্যাও দিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ‘যদি দেশের বাইরের ফুটবলের দিকে তাকাই এবং তুলনা করি তাহলে সব কিছু মিলিয়ে আমাদের ক্লাবগুলোর কতটুকু যোগ্যতা আছে তা নিয়ে প্রশ্ন আছে। তবে ৫-১০ বছর পর হয়তো আমাদের ক্লাবগুলোকে পুরোপুরি পেশাদার পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমরা যখন খেলেছি তখন ক্লাবগুলোকে এভাবে টাকা-পয়সা দেয়া হতো কিনা তা জানা নেই। তবে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে আমরা দায়িত্ব নেয়ার পর থেকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থের সিংহভাগ দিয়ে আসছি।’

Advertisement

অন্য কোনো দেশে ক্লাবগুলোকে অংশ গ্রহণের জন্য টাকা দেয়া হয় না উল্লেখ করে আবদুস সালাম মুর্শেদী বলেছেন,‘এটা পেশাদার ফুটবলের সঙ্গে যায় না। পেশাদার ফুটবলের প্রধান শর্তই হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। আয়োজক ক্লাব সব খরচ করবে, গেটমানিও তারা ভাগ করে নেবে। আমাদের ক্লাবগুলো যেভাবে চায় তা করতে গেলে একটি লিগ আয়োজনের জন্য ১০ কোটি টাকার মতো লাগবে। বাফুফে এত টাকা কোথায় পাবে? ফিফা ও এএফসি যে অনুদান দেয় তা আমাদের উন্নয়ন খাতে ব্যয় করতে হয়।’

আরআই/এমআর/আরআইপি