আন্তর্জাতিক

লিবীয় উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবীয় উপকূলের প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরে ডুবে অন্তত ২০ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে।

Advertisement

বার্তাসংস্থা এএফপি বলছে, প্রায় ৫০০ অভিবাসী বহনকারী জনাকীর্ণ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। লিবীয় উপকূলের কাছের এ নৌকাডুবির পর উদ্ধার অভিযান চলছে।

ইতালি কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে...প্রায় ২০০ অভিবাসনপ্রত্যাশী সাগরের পানিতে পড়ে গেছে।

ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা সাগর পাড়ি দেয়ার চেষ্টা করছেন। ভূমধ্যসাগরের এই জলপথ অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে ব্যস্ত। চলতি বছর ইতালিতে অন্তত ৫০ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে। ঝুঁকি নিয়ে এই সাগর পাড়ির ঘটনায় সবচেয়ে প্রাণঘাতী ঘটনাও ঘটছে অহরহ।

Advertisement

এসআইএস/পিআর