বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পাঁচ সহযোগী অধ্যাপক ও এক অধ্যাপকসহ (চলতি) অর্থোপেডিক সাজারির ছয় চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি ও পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Advertisement
সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মইনউদ্দিন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপন অনুসারে নিটোরের অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ বি এম গোলাম ফারুককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানে, খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাশিদুল হাসানকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানে, রংপুর মেডিকেল কলেজের অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলামকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানে, নিটোরের অর্থোপেডিকস সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শ্যামল কুমার দেবনাথকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অর্থোপেডিকস সার্জারি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মঈনউদ্দিন আহমদ চৌধুরীকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানে ও বর্তমানে নিটোরে পরিচালক ও অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. আবদুল গনি মোল্ল্যাহকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে অধ্যাপক ও পরিচালক পদে একই প্রতিষ্ঠানে পদায়ন দেয়া হয়।
এমইউ/বিএ/আরআইপি
Advertisement