রাজধানীর গুলশানে আপন জুয়েলার্সের শো-রুমে দিনভর অভিযান চালিয়ে ২১১ কেজি ৪০৮ গ্রাম স্বর্ণ এবং ৩৬৮ গ্রাম ডায়মন্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আটক স্বর্ণ ও ডায়মন্ডের বাজার মূল্য প্রায় সাড়ে ৯৩ কোটি টাকা।
Advertisement
অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, ‘এই বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ সরবরাহের কোনো কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। অভিযান শেষে পরবর্তী কার্যক্রমের জন্য সাময়িকভাবে আটক করে দোকানের ভল্টে সিলগালা করে জিম্মা দেয়া হয়েছে।’
সোমবারের এই অভিযানের নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দার উপপরিচালক মো. সাইফুর রহমান। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুমে অভিযান চালিয়ে প্রায় প্রায় ৩০০ কেজি সোনা ও ডায়মন্ডের (হীরা) গহনা জব্দ করে গোয়েন্দারা।
Advertisement
এআর/বিএ