অর্থনীতি

২৫০ কোটি টাকার বন্ড ছাড়বে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল ২৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড নন কনভারটেবল বন্ড ছাড়বে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া হবে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ৭ বছর মেয়াদি ২৫০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ।

Advertisement

এই বন্ডের লট সাইজ হবে ১ কোটি টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি ইউনিয়ন ক্যাপিটালের এই বন্ড কিনতে চাইলে তাকে কমপক্ষে ১ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। ৭ মেয়াদি বন্ডটির গ্রেস প্রিয়ড থাকবে দুই বছর।

এমএএস/এমএমজেড/জেআইএম