ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই আবারো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ২২ মিনিটে অগ্নি-৩ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ভারত।
Advertisement
ওড়িষ্যার উপকূলে এপিজে আবুল কালাম আজাদ আইল্যান্ড থেকে ওই মিসাইল উৎক্ষেপণ করা হয়।
২ হাজার কিলোমিটারে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এটি আকারে ২০ মিটার লম্বা এবং ওজন ১৭ টন। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কেজি ওজনের গোলা-বারুদ নিয়ে ২ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল তৈরি করেছে ডিআরডিও।
অগ্নি-৩য়ে রয়েছে মোবাইল লঞ্চ ক্যাপাবিলিটি। মাল্টি স্টেজিং, স্টেট অফ আর্ট কন্ট্রোল, ফ্লাইট ট্রায়াল সব কিছুতেই সফল হয়েছে অগ্নি-৩।
Advertisement
টিটিএন/এমএস