গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক। বিমানবন্দরের কাছেই রাস্তার একটি মোড়ে সিগন্যালে আটকে যায় গাড়িটি। গাড়ির ড্যাশক্যামটি চালু ছিল সেই সময়। আর এই ক্যামেরাতেই ধরা পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক ভিডিও।
Advertisement
ওয়াশিংটনের মুকিলটেও শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় একটি বিদ্যুতের তারে ছোঁয়া লাগে ছোট একটি বিমানের। ওই সময় আগুনের হালকা আভা দেখা যায় বিমানটির গায়ে।
মুহূর্তের মধ্যে দ্রুত নিচে নামতে থাকে সেটি। দ্রুতগতিতে নীচে নামার সময় দাউদাউ করে আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। মাটিতে আছড়ে পড়ে বিমান।
মাটিতে পড়ার সময় বিমানটির ধাক্কায় পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কারো প্রাণহানি হয়নি। আশ্চর্যজনক ভাবে বেঁচে গেছেন বিমানের চালক। যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। দেখুন ভিডিও...
Advertisement
এসআইএস/আরআইপি