অর্থনীতি

আয় বেড়েছে জেএমআই সিরিঞ্জের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়ন খাতের প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement

ডিএসই জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) জেএমআই সিরিঞ্জের শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭০ পয়সা; যা আগের বছর একই সময়ে ছিল ৯১ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭৯ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (২০১৬ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১১ পয়সা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা।

Advertisement

শেয়ার প্রতি আয় বাড়ার পাশাপাশি জেএমআই সিরিঞ্জের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে প্রতিষ্ঠানটির এনএভি দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ টাকা ৫১ পয়সা।

ইপিএস এবং এনএভি বাড়লেও প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে জেএমআই সিরিঞ্জের এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৩৯ পয়সা।

এমএএস/এনএফ/এমএস

Advertisement