দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ পর্যটন সম্পর্ক জোরদার করতে রাজধানীতে হয়ে গেলো তিন দিনব্যাপী পর্যটন মেলা।
Advertisement
শনিবার ছিল এ মেলার শেষদিন। ছুটির দিন হওয়ায় শেষদিনে বৃষ্টি উপেক্ষা করে মেলায় ভিড় জমায় ভ্রমণ পিয়াসুরা।
মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নানা ধরনের প্যাকেজ দেখেছেন, কেউ কেউ দিয়েছেন বুকিংও।
শেষদিনে মেলায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রায়সহ দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া এ মেলার আয়োজন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সংগঠনের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক পর্যটন মেলায় প্রতিদিনই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। পর্যটক ও বিভিন্ন শ্রেণি পেশার পর্যটকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে।
মেলায় এ বছর ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৪০টি স্টল অংশ নেয়। দেশের শীর্ষস্থানীয় পর্যটনভিত্তিক প্রতিষ্ঠান ছাড়াও ১২টি দেশের ৫০টি এক্সিবিটর অংশ নেয়।
এবারের মেলার টাইটেল স্পন্সর ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
Advertisement
প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলা রাত ৮টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত ছিলো।
আরএম/এমএমএ/এএইচ/আরআইপি