কলম্বিয়ায় বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রেড ক্রসের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে একটি ভূমিধসের ঘটনায় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছে। ভয়াবহ ওই শোক কাটিয়ে উঠতে না উঠতেই দেশটিতে আবারো বন্যা-ভূমিধসের ঘটনা ঘটল।
Advertisement
কর্মকর্তারা জানিয়েছেন, মানিজালেস শহরে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২১ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত মাসের শেষের দিকে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় দক্ষিণাঞ্চলীয় মোকোয়া শহরে শতাধিক শিশুসহ কমপক্ষে ৩২৩ জনের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য জরুরি বিভাগের কর্মকর্তা এবং পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ।
Advertisement
টিটিএন/পিআর