স্বাস্থ্য

হৃদরোগের ঝুঁকি বাড়ায় বিশ্বব্যাপী গবেষণা প্রয়োজন

রক্তে চর্বির আধিক্য ছাড়াও নানা কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে হৃদযন্ত্রের ধমনীর আকস্মিক সঙ্কোচন, করোনারি ধমনীতে রক্তের জমাট, হৃদযন্ত্রের মাংসপেশীর নানা অসুখ উল্লেখযোগ্য।

Advertisement

আগের তুলনায় বর্তমানে হৃদযন্ত্রের রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। কেন এমনটি হচ্ছে- তা নিয়ে বিশ্বব্যাপী অনুসন্ধান ও গবেষণার প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সে (এনআইএনএমএএস) অডিটোরিয়ামে কার্ডিওলজি বিভাগের একাডেমিক অ্যান্ড রিসার্চ সেলের উদ্যোগে অনুষ্ঠিত ‘অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ নন অবসট্রাকটিভ করনারি অ্যাথেরোসক্লেরোসিস (মিনোকো)’ শীর্ষক হৃদরোগ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর সভাপতিত্বে বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। কো-চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবু সিদ্দিক।

Advertisement

এছাড়া প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন, অধ্যাপক ডা. হারিসুল হক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।

এমইউ/আরএস/পিআর

Advertisement