তথ্যপ্রযুক্তি

ই-জিপিকে সময়োপযোগী করার কাজ চলছে : পরিকল্পনামন্ত্রী

জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Advertisement

তিনি বলেছেন, সরকারি ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে ই-জিপি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ই-জিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানের সভাপতি পরিকল্পনামন্ত্রী বলেন, স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে কাজে লাগিয়ে ই-জিপির কার্যক্রমকে আরও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

এ সময় পরিকল্পনা বিভাগের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডি’র সচিব  মো. মফিজুল ইসলাম, সিপিটিইউ মহাপরিচালক মো. ফারুক হোসাইন, পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএ/এমআরএম/এমএমএ/এমএস

Advertisement