ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের পরই বার্সার বিপক্ষে মাঠে নামতে হবে রিয়ালকে। এমন দুই ম্যাচের আগে স্পোর্টিং গিজনের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছিল বিসিবি খ্যাত বেল-বেনজামা-রোনালদোকে। আক্রমণভাগের মূল খেলোয়াড়দের ছাড়া খেলতে নেমে হোঁচট খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইসকোর দেওয়া জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
Advertisement
আক্রমণভাগের মূল খেলোয়াড়দের ছাড়া মাঠে নামা রিয়াল ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায়। ম্যাচের ১১ মিনিটে দানিলোর ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন লুকাস ভাসকেস। তবে ম্যাচের ১৪ মিনিটে পাল্টা এক আক্রমণে গিজনকে লিড এনে দেন দুয়ে কপ। মিকেল ভেসগার উঁচু পাসে বল সরাসরি জালে জড়ান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড। তিন মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান ইসকো।
বিরতি থেকে ফিরে আবারও সফরকারীদের লিড এনে দেন ভেসগা। ম্যাচের ৫০ মিনিটে জ্যঁ সিলভাঁর হেডে ডি-বক্সে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ এই ডিফেন্ডার। এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। নয় মিনিট পর দানিলোর মাপা ক্রসে মাপা হেডে বল জালে পাঠান মোরাতা।
সবাই যখন খেলা ড্র হবে এমন ভাবনায় মত্ত ঠিক তখন রিয়ালের ত্রাতা হয়ে আসলেন ইসকো। বদলি হিসেবে নামা মার্সেলোর কাছ থেকে বল পেয়ে ৯০ মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে দলকে জয় এনে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা এই তরুণ।
Advertisement
এমআর/এমএস