আইন-আদালত

খন্দকার মোশাররফের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনের চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

মঙ্গলবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দিয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, শিগগিরই বিচারক আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়া হবে।

খন্দকার মোশাররফ ছাড়া অপর দুই আসামি হলেন- মোশাররফের ছেলে খন্দকার মাহবুব ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক লাইন ডিরেক্টর মোহাম্মদ মাহবুব হোসেন।

দুদক সূত্র জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় তার ছেলে খন্দকার মাহবুব হোসেনের মালিকানাধীন স্বজন ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছিলেন। তিনি প্রভাব খাটিয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের নীতিমালা লঙ্ঘন করেন। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য বিমান টিকেট কেনার কাজ দেন স্বজন ট্রাভেলকে। এতে করে সরকারের ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক।

Advertisement

জেএ/জেএইচ/জেআইএম