শিক্ষা

প্রাথমিকের বৃত্তির ফল যেভাবে জানবেন

প্রাথমিক ও এবতেদায়ির বৃত্তির ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। আজ দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল প্রকাশ করবেন।

Advertisement

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার পর শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

সাধারণ শিক্ষার্থীদের জন্য:DPEThana/Upazila Code No.Roll NumberYear and Send to 16222

Advertisement

এবতেদায়ি শিক্ষার্থীদের জন্য:EBTThana/Upazila Code NumberRoll NumberYear and Send to 16222

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, এ বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা ফলের ওপর ভিত্তি করে সাড়ে ৮২ হাজার বৃত্তি দেয়া হবে। এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্তরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৩০০ টাকা এবং আর সাধারণ কোটায় ২২৫ টাকা করে বৃত্তির অর্থ পাবে।

এআরএস/আরআইপি

Advertisement