দুজনই আর্জেন্টাইন। একজন- লিওনেল মেসি; আরেকজন- পাওলো দিবালা। জাতীয় দলের হয়ে এক সঙ্গে খেলছেন। ক্লাব ফুটবলে দুজনের অবস্থান ভিন্ন। মেসির দল বার্সেলোনা ও দিবালার জুভেন্টাস। এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
Advertisement
অনেকে তো দিবালার মধ্যে মেসির ছায়া দেখছেন। দিবালা কিন্তু সেটা মনে করছেন না। বরং মেসির সঙ্গে তুলনায় বিরক্ত তিনি। জানালেন, এটা তার জন্য বোঝা। হতে চান দিবালা। মেসি হতে চান না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘সবার জানা উচিত যে আমি মেসি নই। আমি (পাওলো) দিবালা। আর আমি শুধু দিবালাই হতে চাই। মেসি হতে চাই না। যদিও আমি বুঝি যে, অনেক ক্ষেত্রে তুলনা চলে আসে।’
মেসি-ম্যারাডোনা বারবার আসে না। তাদের সঙ্গে কারো তুলনা চলে না। দিবালার ভাষায়, ‘দেখুন, মেসি একজনই। আবার ম্যারাডোনাও একজনই। আপনি তাদের স্থানে কাউকে বসাতে পারবেন না। মেসির সঙ্গে তুলনা করাটা বরং আমার জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।’
Advertisement
এনইউ/এমএস