বাগেরহাটের পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন মোড়েলগঞ্জের বাসিন্দারা।
Advertisement
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মোড়েলগঞ্জ কল্যাণ সমিতি ও ঢাকার মোড়েলগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মোড়েলগঞ্জ সদরে পানগুছি নদী পারাপারের সময় নৌকা ডুবে ১৮ জনের বেশি নিহত হন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
‘নদীতে সেতু না থাকায় অতিরিক্ত যাত্রী নিয়েই ট্রলারগুলো নদীতে মানুষ পারাপার করে। এ ছাড়াও ঠিকাদার বা ইজারাদারের ইচ্ছামতো ট্রলার চালানো, প্রভাব খাটিয়ে ঘাট এলাকায় জাহাজ নিয়ন্ত্রিত গতিতে না চালানো এবং প্রশাসনের তদারকির অভাবে এসব দুর্ঘটনা ঘটে।
Advertisement
তাই এলাকাবাসীকে নৌ-দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবি জানান তারা।
কর্মসূচিতে সাবেক অতিরিক্ত সচিব সরোয়ার হোসেন, মোড়েলগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মিলন, মোড়েলগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/এমএমএ/এএইচ/জেআইএম
Advertisement