আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সহজ শর্তে বিনিয়োগের সুযোগ দেয়া উচিত বলে মনে করে ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কর এবং ফি সর্বমোট ৭ শতাংশ নির্ধারণেরও দাবি জানানো হয়েছে।
Advertisement
সোমবার নির্মাণ, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পখাতে ব্যবসায়ীদের নিয়ে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আয়কর নীতির সদস্য পারভেজ ইকবাল, শুল্কনীতির সদস্য লুৎফর রহমান ও ভ্যাট নীতি সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাতের সংকট উত্তরণের একগুচ্ছ প্রস্তাব দেয়া হয়। এর মধ্যে আগামী অর্থবছরে একক সুদের হারে দীর্ঘমেয়াদী রি-ফিন্যান্সিং পদ্ধতি চালু, ফ্ল্যাট ও প্লট রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কর ও ফি সর্বমোট ৭ শতাংশ নির্ধারণ, অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ, আবাসনশিল্প রক্ষার্থে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যমান মুসক হ্রাসসহ নতুনভাবে মূসক আরোপ না করা উল্লেখযোগ্য।
Advertisement
এ সময় রিহ্যাব সদস্যসহ আবাসন খাতের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের পক্ষে বক্তব্য দেন- রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
তিনি বলেন, আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ সহজ শর্তে বিনিয়োগের সুযোগ দেয়া উচিত। না হলে দেশ থেকে অর্থ পাচার করে অনেকে বিদেশে সম্পদ কিনবে।
এমএ/এমএমএ/জেএইচ/পিআর
Advertisement