আইন-আদালত

গারো তরুণী ধর্ষণ : আসামি রুবেল ২ দিনের রিমান্ডে

গারো তরুণী ধর্ষণ : আসামি রুবেল ২ দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রুবেলকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার রুবেলকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসের টিপু দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৫ নভেম্বর ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি তাকে এ মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যান রুবেল। ওই তরুণীকে প্রাণের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি।

Advertisement

ওই ঘটনায় রাফসান হোসেন রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন ওই তরুণী। বর্তমানে রুবেল কারাগারে আটক আছেন। রুবেল ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে সোমবার এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন।

জেএ/এনএফ/জেআইএম

Advertisement