২৫ শে মার্চ গণহত্যা দিবসকে আগামী পৃথিবীর জন্য প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
Advertisement
২৫ শে মার্চ রাতে সৌদি আরব রিয়াদে স্থানীয় একটি হলরুমে এ দাবি জানান ফোরামের সদস্যরা।
ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের পরিচালনায় সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, অর্থ সম্পাদক সোহেল আলম সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন , সহ-দফতর সম্পাদক সোহেল খান, সহ-প্রচার সম্পাদক মাসুদ পারভেজ , সহ-অর্থ সম্পাদক রুবেল, সমাজকল্যাণ সম্পাদক আরিপ মৃধা, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইয়াছিন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মিসু , সহ-ধর্ম সম্পাদক রাজু, একরামুল হক রোহান, কামাল প্রমুখ।
২৫ শে মার্চ পাক হানাদার বাহিনীর গুলি আর বোমার আঘাতে নিহত সব শহীদের আত্মার শান্তি কামনা করেন অনুষ্ঠান শুরুতে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন ফোরামের সদস্যরা।
Advertisement
ফোরামের সদস্যরা অনুষ্ঠান থেকে দাবি তুলেন এ দিনটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার এবং সে ক্ষেত্রে যা যা করণীয় তা করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ফোরামের সদস্যরা।
জেডএ/এমএস