আন্তর্জাতিক

ব্রিটেনে হামলা : আরো দু’জন আটক

ব্রিটেনের পার্লামেন্ট ভবনের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরো দু’জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলা চালানো হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীর জন্মগত নাম আদ্রিয়ান রুসেল হলেও তিনি খালিদ মাসুদ নামে পরিচিত ছিলেন বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

Advertisement

ব্রিটেনের শীর্ষ সন্ত্রাস বিরোধী কর্মকর্তা মার্ক রোওলে জানিয়েছেন, বুধবারের ওই হামলার পর নয়জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওই হামলার ঘটনায় পাঁচজন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, খালিদ হাসানের জন্ম ব্রিটেনে। তিনি একজন মুসলিম। অপরাধী হিসেবে পুলিশের খাতায় আগে থেকেই খালিদ মাসুদের নাম ছিল। ১৯৮৩ সালে প্রথমবারের মতো আইনত দোষী সাব্যস্ত হন তিনি। ২০০৩ সালে অস্ত্র রাখা এবং আক্রমণ চালানোর অভিযোগে তার সাজাও হয়েছিল।

সম্প্রতি পুলিশের হাতে আটক হওয়া দুই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই জানানো হয়নি।

Advertisement

টিটিএন/পিআর