জাতীয়

র‌্যাব ক্যাম্পে হামলার পর সব কারাগারে অতিরিক্ত সতর্কতা

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জাগোনিউজকে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান। তিনি জানান, কারাগারগুলোতে এমনিতেই সবসময় রেড অ্যালার্ট জারি থাকে। হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।    শুক্রবার দুপুর ১টার দিকে আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ওই হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাজি ক্যাম্পের সঙ্গে নির্মাণাধীন কার্যালয়টিতে এক ব্যক্তি দেয়াল টপকিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে গোসল করছিলেন অন্য র‌্যাব সদস্যরা। তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত আছেন।এআর/এনএফ/পিআর

Advertisement