ইরাকের মসুল শহরে থাকা সব আইএস যোদ্ধাকে মরতে হবে। শহরটিতে আটকে পড়া সদস্যরা মারা পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন সমন্বয়ক দূত ব্রেট ম্যাকগার্ক। খবর বিবিসির। আইএস বিরোধী সমন্বয়ক ম্যাকগার্ক সতর্ক করে বলেছেন, ‘ইরাকি বাহিনী শহর থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই আইএস জঙ্গিরা ফাঁদে আটকে পড়েছে। তাদের সবাইকে মরতে হবে।’ ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয় আইএস জঙ্গিরা। মাসব্যাপী অভিযানে চালিয়ে শহরের অধিকাংশ এলাকাই আইএসের হাত থেকে উদ্ধার করেছে ইরাকি সেনারা। মসুলের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকি সেনারা। সরকার বাহিনী পশ্চিম মসুলের তিন-চতুর্থাংশের বেশি এলাকা দখলে নিয়েছে।টিটিএন/এমএস
Advertisement