খেলাধুলা

বাস্কেটবল লিগে দি গ্রেগস ও দি গ্রেগারিয়াসের জয়

বাস্কেটবল লিগে দি গ্রেগস ও দি গ্রেগারিয়াসের জয়

ইউনিমেড ইউনিহেলথ প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগে জিতেছে দি গ্রেগস ও দি গ্রেগারিয়াস। রোববার ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় দি গ্রেগস ক্লাব ৭০-৫৬ পয়েন্টে ফ্লেইম বয়েজকে পরাজিত করে।দি গ্রেগস ক্লাব প্রথমার্ধের খেলায় ৪১-২৭ পয়েন্টে এগিয়েছিল। দি গ্রেগস ক্লাবের অলিভার সর্বোচ্চ ২৫ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজের ফাহিম ১৭ পয়েন্ট স্কোর করেন।অন্য খেলায় দি গ্রেগারিয়াস ক্লাব ৮০-৫৩ পয়েন্টে রেঞ্জার্সকে পরাজিত করে। প্রথমার্ধে দি গ্রেগারিয়াস ক্লাব  ৪৩-২৩ পয়েন্টে এগিয়েছিল। দি গ্রেগারিয়াস ক্লাবের মিঠুন সর্ব্বোচ্চ ২৬ পয়েন্ট এবং রেঞ্জার্সের মেহেদী ১৫ পয়েন্ট স্কোর করেন।আরআই/আইএইচএস/আরআইপি

Advertisement